| শনিবার, ০৬ এপ্রিল ২০১৯ | প্রিন্ট
ভারতজুড়ে শুরু হয়েছে ভোটের উৎসব। কেননা, আগামী ১১ এপ্রিল থেকে দেশটিতে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন। এ উপলক্ষে ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহ দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির নির্বাচন কমিশন। অনেক সরকারি, বেসরকারি সংস্থাও প্রচার শুরু করেছে ভোটদানে উৎসাহ দিতে।
এবার এগিয়ে এল অল ইন্ডিয়া পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন। ভোটদানে উৎসাাহ দিতে তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ।
কী সেই উদ্যোগ? ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, ভোটের দিন পেট্রল-ডিজেলের দামে মিলবে ছাড়। লিটার পিছু ৫০ পয়সা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সর্বভারতীয় সভাপতি অজয় বনশাল জানিয়েছেন, যে এলাকায় ভোট হবে, সেই এলাকায় ছাড় দেওয়া হবে। পেট্রল বা ডিজেল ভরার সময় ভোটদানের প্রমাণ দেখাতে হবে। ভোটদানের প্রমাণ স্বরূপ আঙুলে কালি দেখাতে পারলেই ছাড় দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/
Posted ১৫:৩৫ | শনিবার, ০৬ এপ্রিল ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain