| মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ ডেস্ক : ভিসা আবেদনে অনেক প্রতারণা ও জালিয়াতি চলছে বলে জানিয়েছে ঢাকায় মালয়েশীয় হাইকমিশন। এর পরিপ্রেক্ষিতে হাইকমিশন সতর্ক করে বলেছে, ভিসা জালিয়াতি মালয়েশিয়ার আইনে গুরুতর অপরাধ।
মালয়েশীয় হাইকমিশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিসা আবেদনের সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক প্রতারণা ও জালিয়াতিপূর্ণ তথ্য-উপাত্ত জমা হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার ই-ভিসাসহ সব ধরনের ভিসা আবেদন অবশ্যই অনুমোদিত ভিসা আবেদন এজেন্সির মাধ্যমে করতে হবে। বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশিরা এ দেশের বাইরে অন্য কোনো দেশে মালয়েশীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ই-ভিসাসহ সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
Posted ০৯:২৯ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam