সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

( ভিডিও সহ )যুক্তরাজ্যে জাতীয়বাদী আদর্শের সকলকে জনমত বর্জন করার আহবান : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বার্মিংহামে ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি’র আলোচনা সভায় – কয়সর এম আহমদ

  |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

West Midland BNP-1

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম :  গত শে মার্চ সোমবার মধ্যরাতে বার্মিংহামের আস্টনন্থ স্থানীয় একটি হলে ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি’র আহবায়ক  কাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হরমুজ আলীর প্রানবন্ত পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুছ ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সক্রেটারী কয়সর এম আহমদ ।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুছ বলেন,  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন শেখ মুজিব যেখানে ব্যর্থ, শহীদ জিয়া সেখানে সফল ।  দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে স্বাধীনতা যুদ্ধের ঘোষনা ঐতিহাসিক ভাবে সত্য ।  আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, ইতিহাস বিকৃত করে জিয়াকে মুছে ফেলা যাবে না, “জিয়াই স্বাধীনতার ঘোষক” । পাক বাহিনীর নারকীয় তান্ডবে জাতি যখন দিশাহারা, তখন জিয়া নিজেই প্রথম বিদ্রোহ করেন এবং ২৬ শে মার্চ নিজেকে প্রথম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে স্বাধীনতা ঘোষণা দেন। পরের দিন ২৭ শে মার্চ শেখ মুজিবের পক্ষে ঘোষণা দেন জিয়া যা পরবর্তীতে বার বার রেডিওতে প্রচারিত হয় ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সক্রেটারী কয়সর এম আহমদ বলেন, দেশের নাগরিক হয়ে দেশের ভিতর গাড়ী চালতে গেলে সরকারকে টোল দিতে হবে কিন্তু দেশের ভিতরে ভারতের ট্রানজিট দিয়ে অসংখ্যা যানবাহন যাতাযাত করবে তখন টোল দিতে হবে । তিনি সরকারের ভারতপ্রীতির তীব্র সমালোচনা করে বলেন অবিলম্বে সরকারের ভারতপ্রীতি প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবৈধ সরকার ভেঙ্গে দেওয়ার দাবী জানান ।

তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রকাশিত জনমত পত্রিকার সমালোচনা করে বলেন, সঠিক ও মান সম্মত খবর প্রকাশ না করে তারেক রহামানের জনপ্রিয়তাকে হ্রাস করার কল্পে জনমত মনগড়া, বানোয়াট ও কাল্পনিক নির্বর খবর প্রকাশ করে শুধু অন্যায়ই করেনি তারা জাতীয়তাবাদীর আদর্শের সমর্থকদের মনে আঘাত দিয়েছেন ।

জনমতের এহেন কল্পনা নির্বর খবর প্রকাশে বিশ্ময় প্রকাশ করে বলেন, যুক্তরাজ্যের মত যায়গা বসে সরকারের লেজুর বৃত্তির রিপোর্ট প্রকাশ করার তীব্র নিন্দা জানান এবং জাতীয়বাদী আদর্শের সকলকে জনমত বর্জন করার আহবান জানান ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি’র সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য জাসাসের সেক্রেটারী ইকবাল হুসাইন, যুক্তরাজ্যের সেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হুসেন টিপু, যুক্তরাজ্যের সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হুসেন,  ‍যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সম্পাদক  নাসিমুজ্জামান হেলাল, যুক্তরাজ্য বিএনপি’র সহ সভাপতি ও ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি’র আহবায়ক কাজী আঙ্গুর মিয়া,  যুক্তরাজ্য বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, বিএনপি নেতা হেভেন খাঁন, বিএনপি নেতা দেওয়ান আব্দুল বাসিত, যুবদল নেতা সোয়ালেহীন করীম চৌধুরী, রেজাউল ইসলাম বিল্লাহ, তরুন দলের যুগ্ম আহবায়ক সফররাজ সরফু, সুনামগঞ্জের ছাত্রদলের কবির আহমদ, জালাল উদ্দিন আহমদ, কবির আহমদ,   কায়সারুল ইসলাম সুমন, ফয়সল আহমদ, বাবরুর ইসলাম, রাসেল আহমদ, মজনু মিয়া, আওলাদ হোসেন  প্রমুখ ।

[embedplusvideo height=”300″ width=”450″ editlink=”http://bit.ly/1hm0yVP” standard=”http://www.youtube.com/v/wpWibkek-NM?fs=1″ vars=”ytid=wpWibkek-NM&width=450&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5096″ /]

Facebook Comments Box
advertisement

Posted ২৩:১৩ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com