নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ জুলাই ২০২৪ | প্রিন্ট
ভারতের উত্তর প্রদেশের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। বুধবার ভোরে একটি ডাবল-ডেকার বাস পেছন থেকে দুধের ট্যাংকারকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে ।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ভোরের দিকে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বেহতা মুজাওয়ার এলাকায় এসে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। বাস ও ট্যাংকার উল্টে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। উদ্ধারকারী দল জানলা ভেঙে যাত্রীদের বের করে হাসপাতালে নিয়ে যায়।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাস চালকের ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্র : এনডিটিভি
Posted ০৭:২৯ | বুধবার, ১০ জুলাই ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain