| রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
অভিনেতা, তারকা কিংবা ব্যাক্তি নয়। একজন দেশপ্রেমিকও বলিউড তারকা অক্ষয় কুমার। দেশের জন্য অনেক কর্মকাণ্ডে প্রায়ই নিয়োজিত রাখেন তিনি। শুধু তাই নয়, অক্ষয়ের ছবিগুলোর গল্পে দেশপ্রেম ফুটে উঠতে দেখা যায় প্রায়ই। ব্যক্তিজীবনে দেশের ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার সরব ভূমিকা অনেকের নজর কেড়েছে।
জানুয়ারিতে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন বলিউডের এই অভিনেতা। যেখানে উড়ি হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অক্ষয়। ভারতের জন্য এতো কিছু করলেও অক্ষয় দেশটির নাগরিকই নন। শুধু তাই নয়, ভোট প্রয়োগের অধিকারও নেই তার! একবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আটকানো হয়েছিল ৪৯ বছর বয়সী এই তারকাকে। যেখানে তাকে সব কাগজপত্র দেখাতে হয়েছিল। তখনই মেলে অক্ষয়ের কানাডিয়ান পাসপোর্ট। কারণ তিনি একইসঙ্গে ভারতীয় ও কানাডিয়ান দুই দেশের নাগরিক। এমনকি উইকিপিডিয়াতেও এই নায়কের জাতীয়তা কানাডিয়ান দেয়া রয়েছে।
এমন হতেই পারে যে, একসঙ্গে দ্বৈত নাগরিকত্ব ভোগ করছেন অক্ষয়। তবে ভারতে সংবিধানে একসঙ্গে দুই দেশের নাগরিক থাকার নিয়ম নেই। এ কারণে ভারতের কোনো নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না।
Posted ১০:০৬ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain