| মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
ব্রেক্সিট ইস্যুতে গুরুত্বপূর্ণ ভোট দেয়ার জন্য সন্তান প্রসবের অস্ত্রোপচারের তারিখ দুদিন পিছিয়েছেন ব্রিটিশ লেবার দলের এমপি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।
তিনি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাতনি এবং তিনি শেখ রেহানার মেয়ে।
ব্রিটিশ পার্লামেন্টে মঙ্গলবার ব্রেক্সিট ইস্যুতে গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু এদিনই সন্তান প্রসব করার কথা ছিল টিউলিপের। কিন্তু এই ভোটে অংশ নিতে নিজের সন্তান প্রসবের সময় দুদিন পিছিয়েছেন তিনি। হুইলচেয়ারে করে ১৫ জানুয়ারি নিজের স্বামীকে নিয়ে পার্লামেন্টে যাবেন তিনি।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের লেবার পার্টি থেকে নির্বাচত এমপি।
নিজের সিদ্ধান্ত নিয়ে টিউলিপ বলেন, আমার ছেলে যদি চিকিৎসকদের ঠিক করা দিনের চেয়ে একদিন পর পৃথিবীতে আসে, তা হলে সে এমন একটি দুনিয়ায় আসবে যেখানে, বর্তমানের চেয়ে ইউরোপ ও যুক্তরাজ্যের মধ্যে মজবুত সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আমি আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি- এ দুনিয়ায় তার ভবিষ্যৎ।
Posted ১৩:৩১ | মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain