নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা পাঁচ দিনের সরকারী সফরে লন্ডনে অবস্থান করছেন। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন ছাড়াও একটি কনফারেন্সে যোগ দেবেন তিনি। এরই অংশ হিসেবে সোমবার তিনি সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথের ‘ভ্যালিডেশন মিটিং অন নিউ বেস্ট প্র্যাক্টিস গাইড অব কমনওয়েলথ লেজিস্লেটিভ অ্যাপ্রোচ টু পলিটিক্যাল ফাইন্যান্স রেগুলেশন’ শীর্ষক সভায় যোগ দেন। সভায় তিনি সোর্স অব ফান্ডিংয়ের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
আগামী বুধবার সিইসি ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একইদিন স্থানীয় সময় দুপুর ২টায় সিইসি ব্রিটেনের ইলেক্টোরাল কমিশন প্রধানের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। বৃহস্পতিবার ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতাদের সাথে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, প্রবাসীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণের গুরুত্ব এবং প্রবাসীদের আত্মীয়-স্বজনদের মধ্যে এ বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য মতবিনিময় করবেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুক্তরাজ্য শাখা সিইসি‘র যুক্তরাজ্য আগমন উপলক্ষে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে। যুক্তরাজ্য বিএনপি’র প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দল, লন্ডন মহানগর বিএনপি, যুবদল, জাসাস, মহিলা দল ছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়। তারা সেন্ট্রাল লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারীয়েট কনফারেন্স হলের সামনে প্রতিবাদ বিক্ষোভ করে। বিরোধী নেতা কর্মীরা সিইসিকে প্রতিরোধের ডাক দিয়ে ‘অবৈধ সিইসি গো ব্যাক, গো ব্যাক ’ সহ নানা রকম শ্লোগান দিতে থাকে। যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে অবৈধ সিইসি ব্রিটেনে যত দিন থাকবেন তত দিন তারা প্রতিরোধ বিক্ষোভ করে যাবেন।
সমাবেশে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, পৃথিবীতে যুগে যুগে দুই-একজন গণবিরোধী ও বিশ্বাাসঘাতক সৃষ্টি হয়েছে, যাদের কারণে একটি জাতি স্বাধীনতা হারিয়েছে অথবা করুণ দশায় পতিত হয়েছে। এই পা চাটা গোলামরা শুধু নিজেদের পদ ও ক্ষমতার স্বার্থে পুরো জাতিকে ভয়াবহ বিপদের মুখে ফেলে দেয়। তাদের মতোই নতুন এক নির্লজ্জ, দলকানা, সেবাদাসপ্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাকে জাতির স্কন্ধে চাপিয়ে দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ রাজ, নুরূল আফসার, জাহিদ হোসেন, মোঃ আজিজুল হক, ফজলে রহমান পিনাক, রবিউল হক, মনোয়ার হোসেইন ময়না, ছায়েদ মিয়া, মুহাম্মাদ মাসউদ বিন ফরিদ, আরিফুর রহমান খান, আব্দুস সামাদ, মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূইয়া, মোঃ সালেক উদ্দিন, আনিসুর রহমান, সোয়েব আহমেদ, ছাব্বির আহমেদ মিলাদ, মাহমুদুল হাসান, মোঃ সাকোয়াত হোসেন, তারেক আলিম, কাজী মোঃ নুরুজ্জামান, মোহাম্মদ তারেক, আলী শাহজাদা, সাইফুল ইসলাম, মোঃ আলি শিপন, জাহাঙ্গীর হোসেন, সালেহ আহমেদ, কামরুল ইসলাম, সেলিম আহমেদ, মোঃ রমজান সরদার রেজা, নুমান হোসেন,আব্দুল ওয়ালি শামিম, তাওসিফ রেজা খান শিপু, মোঃ তোফাজ্জুল হোসেইন, সাবেক ছাত্রনেতা মোঃ সাহিদুর রহমান, মোঃ শাহসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ১৩:১৬ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub