| মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ড রেজিয়নের সদস্যদের আইডি কার্ড বিতরণ ও মিডল্যান্ডের ব্যবসায়ীদের কে নিয়ে এক সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ডস রিজিওন ।
সোমবার বার্মিংহামস্থ সলিহলের রাজনগর রেস্টুরেন্টে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ড রেজিয়নের সদস্যদের আইডি কার্ড বিতরণ ও সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ড রেজিয়নের রেসিডেন্ট ড.আজিজুর রহমান।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ড রেজিয়নের সেক্রেটারি রনজু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ডস রেজিয়নের এডভাইজার মোস্তফা চৌধুরী যুবরাজ, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ড: এম জি মৌলা মিয়া সিআইপি,বিজনেস ডেভোলাপমেন্ট সেক্রেটারি সাদেক মিয়া সমছু,ট্রেজারার রফিক মিয়া,ফয়েজ উদ্দিন আহমেদ এমবিই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ডস রেজিয়নের অন্যতম সদস্য মহসিন আলম,নুরুল করিম,গয়াস মিয়া প্রমুখ ।
সভায় আগামী ফেব্রুয়ারী মাসের প্রথমে মিডল্যান্ডস এর বার্মিংহামে সংগঠনের উদ্যোগে বৃহৎ আকারে এক নেটওয়ার্কিং ইভেন্ট করার সিদ্ধান্ত হয় ।
বার্তা প্রেরক : জয়নাল ইসলাম, বার্মিংহাম ।
Posted ০০:২৩ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin