| বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লন্ডন : সিটিজেন মুভমেন্টের উদ্যোগে ডেমোক্রেসি ইন ক্রাইসিস: ডিসোলেটেডে হিউম্যান রাইটস ইন বাংলাদেশ র্শীষক এক সেমিনার ব্রিটিশ পার্লামেন্টের পটকলি হাউসে গত বুধবার অনুষ্ঠিত হয়।
নাগরিক আন্দোলনের আহবায়ক এম এ মালিকের সভাপতিত্বে ও মোশাহিদ হোসেনের পরিচালনায় উক্ত সেমিনারে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি সাইমন ডানসাক, অ্যানমেইন এমপি, সাইমন হেমিন এমপি, জেমস পেট্রিক এমপি, ব্যারোনেস পলা উদ্দিন, রিচার্ড ফুলার এমপি, এলান হিউজ এমপি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাাদক মাহিদুর রহমান, ব্যারিষ্টার টবি ক্যাডমেন, ব্যারিষ্টার আলী মোহাম্মদ আজাহার, ব্যারিষ্টার জোসনা বেগম, সৈয়দ মামুন মোরশেদ, ব্যারিষ্টার এম এ সালাম, বিপ্লব পোদ্দার, অলিউল্লাহ নোমান, মুফতি শাহ সদরুদ্দিন, ব্যারিষ্টার আবু বক্কর মোল্লা, ডঃ নারগিস আকতার বানু, ডঃ শহিদুজ্জামান কোরেশী, শেখ মহিউদ্দিন প্রমুখ।
সেমিনারে বক্তারা প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে একটি অবাধ, গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্টানের জন্য সরকারের প্রতি দাবী জানান। এছাড়া সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা, রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, ক্রসফায়ারের মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের হত্যা বন্ধ করার দাবী জানানো হয়।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরো বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্টানিক রূপ দিতে সংসদে কার্যকর বিরোধী দলের প্রয়োজনীয়তা অপরিহার্য। বিরোধী দল বিহীন বর্তমান সংসদ কোন অবস্থাতেই জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনা। সেমিনারে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবী জানানো হয়।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি লুৎফর রহমান, আকতার হোসেন, বিএনপি নেতা শরীফুজ্জামান চৌধুরী তপন, জাবি ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, বিএনপি নেতা প্রফেসর এম ফরিদ উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, শামসুর রহমান মাহতাব, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, করিম উদ্দিন , তাজ উদ্দিন, আবেদ রাজা, ব্যারিষ্টার হামিদুল হক লিটন আফিন্দি, হাবিবুর রহমান ময়না, রাজন আলী সাইদ, কামাল উদ্দিন , রায়হান উদ্দিন, পল উদ্দিন, রহিম উদ্দিন, নাজমুল হোসেন চৌধুরী, মাসুম আহমেদ, কে আর জসিম উদ্দিন, নাসির আহমেদ শাহীন, এম এ মুকিত, আশরাফ গাজী, জাফর আলী লিলু, এমাদুর রহমান এমাদ, সেলিম আহমেদ, মোহাম্মদ বাদল, জাহিদ আহমদ, ডঃ মোশাররফ হোসেন, তাইফুর রহমান ছোটন, মোতাহার হোসেন লিটন, ব্যারিষ্টার তমিজ উদ্দিন, ব্যারিষ্টার আলিমুল হক লিটন, ব্যারিষ্টার ইকবাল হোসেন, এডভোকেট নাসরিন আকতার, ইকবাল হোসেন, ফেরদৌস রহমান, আজাদ আহমদ, আবদুল হক রাজ, কবির উদ্দিন, লাহিন আহমদ, দুলাল, তোরন মিয়া, যুবদল নেতা মনজুর আশরাফ খান, টিপু আহমদ, কবিরুল হক কবির,বাবর চৌধুরী, দেলোয়ার, ফলিক আহমদ, সালিক আহমদ, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রিবলু, রাজীব আহমদ, শরীফুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম মিরাজ, আমিনুর রহমান, পাবেল আহমদ, তানিম আহমদ, মিনহানুর রহমান,এমদাদুল ইসলাম, মাসুদ আহমদ, রাজন মিয়া প্রমুখ।
Posted ২২:০৪ | বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin