
| শনিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
ব্রিটিশ এয়ারওয়েজ কোম্পানি তাদের ৩ লাখ ৮০ হাজার যাত্রীর ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের শিকার হওয়ার কথা জানিয়েছে। যেসব যাত্রী এয়ারওয়েজের মোবাইলে অ্যাপস এবং ইলেক্ট্রনিক সাইট ব্যবহারকারীদের টার্গেট করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, চুরিকৃত তথ্যের মধ্যে রয়েছে এজেন্টদের নাম, ইমেইল, পাসপোর্ট, ভ্রমণ বৃত্তান্ত এবং ক্রেডিট কার্ড।
এদিকে ব্রিটেনের গণমাধ্যম সতর্ক করে জানিয়েছে, ক্রেডিট কার্ডের তথ্য এখন ইন্টারনেটে বিক্রির আশঙ্কা রয়েছে। এজন্য কোম্পানিটি যাত্রীদের বিশেষ তথ্য পরিবর্তনের আহ্বান জানিয়েছে। তেমনিভাবে ক্ষতি হলে ক্ষতিপূরণেরও অঙ্গীকার করেছে।
সূত্র : আল-আরাবিয়া
Posted ১৭:১৮ | শনিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain