| শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ব্রাডপোর্ড : এই প্রথমবারের মত যুক্তরাজ্যের ইয়র্কশায়ের ব্রাডফোর্ডে ঝাকঝমক ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটিভির মেগা কনসার্ট ২০১৪ ।এই ঝমকালো আয়োজনকে আরো ঝাকঝমক করে তুলতে ব্রাডফোর্ডের কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন ও ডাইরেক্টর মোস্তফা সরওয়ার বাবু ।
গত ১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় ব্রাডফোর্ডের কনসার্ট ভ্যানু সিটি ফুটবল ক্লাবের ব্যাংকুইটিং হলে ইয়র্কশায়রের ব্রাডফোর্ডেস্থ ইউরো বাংলা ফুড লি: এর পরিচালক ও এনটিভি’র মেগা কনসার্ট ব্রাডফোর্ডের কো – অর্ডিনেটর রোশন আলীর সভাপতিত্বে ও এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইনের তত্ত্বাবধানে অনুষ্টিত হওয়া মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ব্রাডফোর্ডের লর্ড মেয়র খাদিম হোসাইন । জামাল আলীর প্রানবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাডফোর্ড ইষ্টের এমপি ডেভিড ওয়ার্ড ও ব্রাকলেস ব্যাংকের ম্যানেজার হেলেন ক্লার্ক এবং এটিভি’র ডাইরেক্টর মোস্তফা সরওয়ার বাবু ।
জানুয়ারীতে ব্রাডফোর্ডে অনুষ্টিত হতে যাওয়া মেগা কনসার্টকে সুন্দর, প্রানবন্ত ও দর্শকদের আনন্দ দিতে ই্উরোপ এনটিভি প্রধান কমিউনিটির নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের সহযোগীতা চাইলে কনসার্টকে ছন্দময় করে তুলতে এনটিভিকে সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন আগত অতিথি বৃন্দরা ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব শওকত আহমেদ এমবিই, বিশিষ্ট ব্যবসায়ী সমসু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাদেক আলী, এনটিভি ইউরোপের নর্থ, নর্থ ওয়েষ্ট ও মিডল্যান্ডস ব্যুারো প্রধান ফারছু আহমেদ চৌধুরী, এনটিভি ইউরোপের ব্রাডফোর্ড প্রতিনিধি লুৎফর রহামান চৌধুরী, আব্দুল মান্নান, সোনা মিয়া, ইউসুব আলী, শামসুল আলম, আনসার উদ্দিন, সাংবাদিক মোহম্মদ কলমদর তালুকদার, আসাব আলী ও আব্দুল হান্নান প্রমুখ ।
Posted ১০:০৪ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin