| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ব্রাডফোর্ড : নির্দলীয় নিরপেক্ষ ত্বত্তবধায়ক সরকারের দাবী আদায়ে বিরোধীদলের গনতান্ত্রিক আন্দোলনে সরকার পুলিশ ও দলীয় ক্যাডারদিয়ে বিরোধী দলের নেতা কর্মিদের উপর দমন নিপীড়ন হামলা মামলার প্রতিবাদে যুক্তরাজ্য ব্রাডফোর্ড বিএনপির এক বিশাল প্রতিবাদ সভা বুধবার ব্রাডফোর্ডের এক হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আহাদ নাদিম রেজার এর সভাপতিত্বে এবং আহসানুল হক সোহান ও নুরে আলম গোলাম রাব্বানীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ।
সভায় বক্তারা বলেন, পুলিশের গুলিতে এ পযর্ন্ত প্রায় ১০০ শত উপর নেতা কর্মির শাহাদাত বরণ করেন । বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ এবং রিমান্ডে নির্যাতন করা হচ্ছে । বিরোধী দলীয় নেত্রীকে প্রায়সয় ঘরবন্দি রাখার চেষ্টা করা হচ্ছে এবং মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে। বিরোধী সংলাপে বার বার বসতে চাইলেও সরকার নানা বাহানায় সংলাপ থেকে দুরে থাকে । বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা বারবার আক্রান্ত হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্যও দায়ী আওয়ামী লীগ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী বলেন, গত ৫ বছরে অপশাসন আর দুঃশাসনে জনগণ অতীষ্ঠ বলে সামনের নির্বাচনে তারা কোনোভাবেই জয়ী হতে পারবে না জেনেই নিজেদের হাতে ক্ষমতা রেখে নিজেদের ছক অনুযায়ী নির্বাচন করতে চাচ্ছেন । কিন্তু বাংলাদেশের মানুষ তাদের সে ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না বলেই লাগাতার শান্তিপূর্ন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন দিচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় যে পরিস্থিতির সৃষ্টি হবে সেটার দায়ভার একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামীলীগকেই নিতে হবে।
প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বক্তব্যে বলেন, দেশকে শেখ হাসিনা এবং তার কথিত অবৈধ সরকার ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছেন। তার মূল উদ্দেশ্য সংঘাত সৃষ্টি করে কোন বিশেষ মহলের সহযোগিতায় পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় থেকে যাওয়া। কিন্তু দেশপ্রেমিক জনগণ তাদের সে ইচ্ছা পূর্ণ হতে দেবে না।
অন্যান্যদের মধ্যে আারো বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী, হেলাল নাসিমুজ্জামান, আজমল হোসেন জাবে, ড. মুজিবুর রহমান, এমদাদ হোসেন টিপু, মিজবাহু উদ্দিন সোহেল, আবুল হোসেন, সিরাজ মিয়া, জয়নাল আবেদীন, কায়েছ আলী, নুরুল হক, মল্লিক হোসেন, সৈয়দ মারজানুল হক, মিছবাহ চৌধুরী, মঈন উদ্দিন, মোহাম্মদ ইলিযাছ আলী, হাজী আবদুল মালেক, শাহাব উদ্দিন, শাহ তাজুল, রুহেল আহমেদ, জুনায়েদ চৌধুরী , আবদুল মালেক সহ আরো অনেকে ।
Posted ০১:০৪ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin