ব্রাডফোর্ড প্রতিনিধি : বিশ্বনাথের সার্বিক শিক্ষা ব্যবস্থাকে তরান্বিত করে সারা বাংলাদেশে একটি উদাহরণ হিসেবে তৈরী করার নিমিত্তে ব্রাডফোর্ডের স্থানীয় একটি হলে এক মতবিনিময় সভার আয়োজন করে ইউ,কে ভিত্তিক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ কের একটি প্যানেল। মুলত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ,কের দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এই আয়োজন করা হয়।
ব্রাডফোর্ডে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীগণ ছাড়াও বাংলাদেশের অন্যান্য উপজেলার শুভাকাংখীগণ উপস্থিত থেকে এই সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবংআগামী ৫ই ফেব্রুয়ারী ট্রাস্টের ম্যানেজমেন্ট কমিটির নির্বাচনে। নিম্নোক্ত প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকল সদস্যকে অনুরোধ করেন। প্যানেলভূক্তরা হলেন চেয়ারপার্সন মোঃ মতছির খান ভাইস চেয়ারপার্সন মোঃসুনু মিয়া শেখ মোঃ তাহির আলী । সাধারান সম্পাদক পদে আসাদুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক পদে আখলাকুর রহমান এবং মোহাম্মদ আলী মঞ্জু। কোষাধক্ষ্য পদে আজম খান সহ:কোষাধক্ষ্য পদে আব্দুল রোশন চেরাগ আলী। সংস্কৃতি বিষয়ক সম্পাদক কদর উদ্দিন। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো:মানিক মিয়া।
ইসি মেম্বার কেন্ডিডেট:আব্দুল মুকিত,বাবরুল হুসেন বাবুল,ফলিক মিয়া চৌধুরী,আব্দুস সালাম,মো:আব্দুস সাত্তার,মো:শহীদ এবং শাহ জয়নাল আবেদীন উল্ল্যখ্য বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রতিস্টাকাল থেকেই বিশ্বনাথের গরীব এবং মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে। মোহাম্মদ আলী সালেহর সভাপতিত্বে ,সাবেক প্রভাষক আনছার হাবীব এবং প্রভাষক বাবুল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন,মতছির খান,হাজী সুনু মিয়া,শেখ তাহির আলী,আসাদুর রহমান,আখলাকুর রহমান,মো:আলী মঞ্জু,আজম খান,শওকত আহমদ এম,বি ই ,কাউন্সিলর হাসান খান সহ আরো অনেকেই। মো:আলী সালেহ’র সভাপতিত্বে ,সাবেক প্রভাষক আনছার হাবীব এবং প্রভাষক বাবুল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন,মতছির খান,হাজী সুনু মিয়া,শেখ তাহির আলী,আসাদুর রহমান,আখলাকুর রহমান,মো:আলী মঞ্জু,আজম খান,শওকত আহমদ এম,বি ই ,কাউন্সিলর হাসান খান ,আবু বশির সহ আরো অনেকেই।
Like this:
Like Loading...
Related