| বুধবার, ১৯ মার্চ ২০১৪ | প্রিন্ট
মুখে ব্রনের দাগ হলে নিজের সৌন্দর্য ম্লান হয়, পাশাপাশি ব্যাক্তিত্বেও খানিকটা যেন আঘাত হানে। শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করে- ডাবের পানি ব্যবহার করে ত্বকের ব্রনের দাগের পাশাপাশি অন্যান্য দাগ দূর করত পারেন। জেনে নিন মুখে ব্রন বা অন্যান্য দাগ দূরীকরণে ডাবের পানির ব্যবহারবিধি।
সপ্তাহে তিনদিন ডাবের পানি তুলা কিংবা কটনবাডের সাহায্যে ত্বকে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ৫ থেকে ৭ মিনিট পর ধুয়ে ফেলুন।
এভাবে একটানা ১৫ দিন ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, এতে ব্রনের দাগ দূর হবে, একইসঙ্গে ত্বক কোমল হবে।
Posted ১১:০৫ | বুধবার, ১৯ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin