বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর জন ড্যানি লুইসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মানবতাবিরোধী মামলার প্রধান কৌসুলী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক l
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রোববার বেলা ১১ টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত জন ড্যানি লুইসের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় l একান্ত এই বৈঠকে তারা শুধু দু’জনই উপস্থিত ছিলেন বলে জানা গেছে l
রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া ও সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের ভোটাধিকার বাতিলের প্রক্রিয়া সম্পর্কে দলটির উদ্বেগের বিষয়টিই বৈঠকে ব্যারিস্টার রাজ্জাক মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডরের সামনে তুলে ধরেন বলে জামায়াতে ইসলামী ও কূটনৈতিক সূত্রে জানা গেছে l
এছাড়াও সারা দেশে জামায়াত ও তাদের ছাত্রসংগঠন শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার ও আটকের বিষয়টিও জন ড্যানি লুইসকে অবহিত করেন ব্যারিস্টার রাজ্জাক l
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related