| রবিবার, ২১ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
আজ রবিবার সকালে জামালপুর সদর জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে যুব মহিলালীগের জামালপুর শাখার আহবায়ক ফারজানা ইয়াসমীন লিটা বাদী হয়ে ২০ হাজার কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির একাত্তর জার্নাল নামে একটি টকশোতে প্রখ্যাত সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননা করে বক্তব্য দেন। যা সমগ্র নারীর মর্যাদাকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানিকর।
মামলায় ২০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ফারজানা ইয়াসমীন লিটার পক্ষ্যে মামলাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।
আদালতের বিজ্ঞ বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
Posted ১৫:৩৫ | রবিবার, ২১ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub