নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে আরও একটি দারুণ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে ফের জয়ে ফিরেছে বাংলা টাইগার্স মিসিসাগা। সারে জাগুয়ার্সের করা ১০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট অক্ষত রেখে ৩ বল আগেই জয় পায় সাকিবের দল।
গতকাল সোমবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৮ রান করে সারে জাগুয়ার্স। এদিন বৃষ্টির কারণে খেলা সময়মতো শুরু করতে না পারায় ২ ওভার কমিয়ে ১৮ ওভার নির্ধারণ করা হয়।
বল হাতে সারে জাগুয়ার্সের ইনিংসে দ্বিতীয় আঘাত হানেন সাকিব। ১২ বলে ১০ রান করা ওপেনার হামজা তারিককে গুরপাল সিধুর ক্যাচ বানান তিনি। ৪ ওভার বোলিং করলেও আর কোনো উইকেট পাননি সাকিব। রান খরচা করেন ২৪।
উইকেট পেয়েছেন শরিফুল ইসলামও। বাঁহাতি এই পেসারও সমান ২৪ রান খরচা করে ১ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দুর্দান্ত খেলেন সাকিব। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান (৩০ বলে) করেন তিনি। লোগান ফন বিকের বলে শ্রেয়াস মোভার হাতে ক্যাচ হন তিনি।
এছাড়া বাংলা টাইগার্সের হয়ে ১৯ রান করেন রহমানুল্লাহ গুরবাজ ও ১৬ রান আসে মোহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে। এতে ২ উইকেট আর ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে চলে যায় সাকিবরা।
এর আগে টানা ৩ জয়ের পর বড় ব্যবধানে হেরেছিল সাকিবের বাংলা টাইগার্স। মাঝখানে এক হারের পর এবার ফের জয় পায় তারা। সূএ: জাগোনিউজ২৪.কম
Posted ০৮:৪২ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain