নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ জুলাই ২০২৪ | প্রিন্ট
আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই তিনদিন (আগামিকাল থেকে মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে বিকাল ৩টা পর্যন্ত।
এদিকে, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগামিকাল -মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস চলবে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত রবিবার থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) সরকারি-বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল।
সে হিসাবে টানা পাঁচ দিন পর গত বুধবার আংশিকভাবে খোলে সরকারি অফিস।
Posted ১৬:১০ | শনিবার, ২৭ জুলাই ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain