| সোমবার, ১৩ জুন ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ ডেস্ক : ভারী বর্ষণ ও উজানের ঢলে দ্রুত বাড়ছে তিস্তা ও ধরলা নদীর পানি। এতে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রোববার (১২ জুন) লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে, শনিবার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
সরেজমিন দেখা যায়, ধরলা ও তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদী নিকটবর্তী নিম্নাঞ্চলে ঢুকে পড়ছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ভারী বর্ষণ ও উজানের ঢলে দুই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্ষাতে এমন পানি বৃদ্ধি স্বাভাবিক। এতে নতুন করে নিচু অঞ্চল প্লাবিত হতে পারে।
তিস্তা ও ধরলা তীরবর্তী এলাকাগুলোতে বীজতলা ও বিভিন্ন ফসলি ক্ষেত পানিতে ডুবে যাচ্ছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির গতি নিয়ন্ত্রণ করতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের অধিকাংশ গেট খুলে দেওয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানিবিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী বলেন, ভারি বৃষ্টিপাত ও উজান থেকে পানি নেমে আসায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
Posted ০৫:৪৬ | সোমবার, ১৩ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam