| মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ | প্রিন্ট
লন্ডন প্রতিনিধি, স্বাধীনদেশ অনলাইন : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা, গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নব্বই দিনের কর্মসূচির অংশ হিসেবে ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেল-কে অবৈধভাবে গ্রেফতার দেখিয়ে রাখার প্রতিবাদে সেন্ট্রাল লন্ডন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা গত ২০ মার্চ ২০১৭ যুক্তরাজ্য বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল লন্ডন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যে শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিসবাহ বিএস চৌধুরী, প্রধান বক্তা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন,বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোঃ সাদিক মিয়া,যুক্তরাজ্য বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবদুল হামিদ খান হেভেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আবদুর রব, যুক্তরাজ্য বিএনপি নেতা লুবেক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা হিরা মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো: শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজিম উদ্দিন,নুরুল আমিন আকমল,মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শেখ সাদেক,লুটন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জামিল আহমদ,সাংগঠনিক সম্পাদক লুটন স্বেচ্ছাসেবক দল জাহেদ মানিক,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা লাকী আহমদ, আনহার মিয়া, আকলুচ মিয়া, নিজাম উদ্দিন, মাসুক মিয়া, আবদুর রউফ কাব্য, জাকির ইসলাম বিপ্লব প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: মমিন মিয়া, মো: রেজাউল করিম, মো: সালা উদ্দিন, মো: আতাউর রহমান, মো: মাকসুদুল হক, মনসুর হোসাইন, আকিকুর রহমান, এম এ সাবুল, আফজাল হোসেন, এম এ লাহিন আকরাম, মোহাম্মদ এম আর সজিব, লুৎফুর রহমান, আজিজুর রহমান, হাসান আহমদ, দারা মিয়া প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমানের উপর দায়ের করা সকল মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের আইন শৃংখলা সম্পূর্ণ নিজের হাতে রুদ্ধ রেখেছেন। সরকার অবৈধভাবে ক্ষমতা এসে ইচ্ছামত হামলা মামলা দিয়ে গণতন্ত্র পৃষ্ট। যেভাবে খুশি আদালতকে ব্যবহার করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের সকল হয়রাণী মুলক মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দেয়ার আহবান জানান।
সভায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন সেন্ট্রাল লন্ডন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যার সভাপতি মাসুক আলী, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।
Posted ০৬:৫৫ | মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin