সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃটেনে বাংলাদেশ কমিউিনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির পদবি বণ্টন

  |   বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

GSC in UK 1st NEC of 2014 meeting in London Picture
মকিস মনসুর, লন্ডন থেকে : বৃটেনের বাংলাদেশ কমিউিনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভা গত ২৬ জানুয়ারি বিকেলে সেন্ট্রাল লন্ডনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার নূরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সারের পরিচালনায় সভায় আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন ট্রেজারার মো. ফিরোজ খান।
পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা শেখ সালেহ হামিদী।

সংগঠনের অগ্রযাত্রায় করণীয় ও কর্মকান্ডের উপর বক্তব্য রাখেন পেট্রন ডা. হাসনাল এম হোসাইন এমবিই, পেট্রন আলহাজ কে.এম আবু তাহের চৌধুরী, মিয়া মনিরুল আলম, খন্দকার আব্দুল মছব্বির এমবিই, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মির্জা আসহাব বেগ, মো. চুনু মিয়া, কামরুল হাসান চুনু, মনসুর আহমদ মকিস, ডা. মুজিবুর রহমান, খসরু খান, হাবিবুর রানা, মো. মিসবাহ উদ্দিন, এইচ এম আশরাফ আহমদ, হাজী ফয়জুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, এমএ আজিজ, আব্দুল মানিক কুটি, ডা. রোয়াব উদ্দিন, ইকবাল আহমদ চৌধুরী, ফজলুল করিম চৌধুরী, আব্দুল মালিক, আব্দুর রকিব সিকদার, আলহাজ নুনু মিয়া, নজরুল ইসলাম সহ বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ।

পরে ব্যাপক আলোচনার পর সর্বসম্মতিক্রমে জাতীয় নির্বাহী কমিটির পদবীর দায়িত্ব অর্পণ করা হয়।
চেয়ারপারসন নূরুল ইসলাম মাহবুব, জেনারেল সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার ও ট্রেজারার মো. খসরু খান কেন্দ্রীয় নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। নতুনভাবে দায়িত্ব প্রাপ্তরা হলেন- ভাইস চেয়ারম্যান এম এ মান্নান, মো. টুনু মিয়া, মির্জা আহসাব বেগ, আলহাজ সুয়াবুর রহমান, ডা. মো. রোয়াব উদ্দিন, মো. ইসবাহ উদ্দিন, কামরুল হাসান চুনু, মো. নুনু মিয়া ও আব্দুর রকিব সিকদার।

জয়েন্ট সেক্রেটারি: মনসুর আহমদ মকিস, খসরু খান, ডা. মুজিবুর রহমান ও হাবিবুর রহমান রানা, জয়েন্ট ট্রেজারার: সালেহ আহমদ, উইমেন্স অ্যান্ড কালচারাল সেক্রেটারি: ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, অর্গানাইজিং সেক্রেটারি: ইকবাল আহমদ চৌধুরী, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি: মো. আশরাফ মিয়া, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: তৌফিক আলী মিনার, জয়েন্ট প্রেস সেক্রেটারি: এম এ গফুর, ইমিগ্রেশন অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি: ব্যারিস্টার মাসুদ চৌধুরী, অ্যাডুকেশন সেক্রেটারি: মনজুর রেজা চৌধুরী, জয়েন্ট মেম্বারশীপ সেক্রেটারি: শামীম আহমদ চৌধুরী, রিজিওনাল সেক্রেটারি: শেখ মো. আনোয়ার, ইন্টারন্যাশনাল সেক্রেটারি: মো. আব্দুল মালিক, জয়েন্ট ইন্টারন্যাশনাল সেক্রেটারি: এম এ আজিজ, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি: ফজলুল করিম চৌধুরী, জয়েন্ট ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি: আব্দুল মালিক কুটি, সদস্যবৃন্দরা হচ্ছেন- মিয়া মনিরুল আলম, খন্দকার আব্দুল মছব্বির এমবিই, এইচ এম আশরাফ আহমদ ও মো. আরজু মিয়া এমবিই।

Facebook Comments Box
advertisement

Posted ২০:০০ | বুধবার, ২৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com