| সোমবার, ০৫ মে ২০১৪ | প্রিন্ট
শেখ এম এ সালাম, কার্ডিফ থেকে:: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী রিভারসাইডের জালালিয়া মস্ক অ্যান্ড ইসলামিক এডুকেশন সেন্টারের হাফিজিয়া মাদ্রাসা ও মস্ক সেকশনের প্রিংটার্স ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০১৪ অনুষ্ঠান গত ৩০ এপ্রিল বুধবার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জালালিয়া মসজিদের সম্পন্ন হয়েছে।
মসজিদের সাবেক ট্রাস্টি ও প্রবীণ মুরব্বি আলহাজ আব্দুল জব্বার রাজা মিয়ার সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা মুহাম্মদ বশির উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি সংগঠক কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির সেক্রেটারি সাংবাদিক মনসুর আহমদ মকিস, জালালিয়া মসজিদের সেক্রেটারি আলহাজ লিয়াকত আলী, আনজুমানে আল ইসলাহ ওয়েলসের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, জালালিয়া মসজিদের সহকারী ইমাম হাফিজ খায়রুল আলম, শিক্ষক ক্বারী মোজাম্মেল আলী, মাওলানা আব্দুল আহাদ মিয়া, লোকমান হোসেন, আলমগীর আলম, আব্দুস সামাদ, এয়াহিরা হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অতিথিবৃন্দ ও কমিউনিটির সদস্যরা পুরস্কার প্রাপ্তদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করে তাদের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের পারফরমেন্সের ভূয়শী প্রশংসা করাসহ পুরস্কার প্রাপ্তদেরকে আন্তরিক অভিন্দন জানিয়ে ইমাম ও শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমের জন্য আজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা এই সাফল্য দেখিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে কমিউনিটি ও অভিভাকবৃন্দকে আরও সহযোগিতা করার আহ্বান জানান।
প্রতিযোগিতার মক্তব সেকশনে বয়েজ ও গার্লসদের মধ্যে বেস্ট অব প্রিংটার্স ২০১৪ হিসাবে শাহিনা আক্তার বিজয়ী হয়েছেন। মক্তব সেকশনে অনুষ্ঠিত টার্ম ফাইনাল পরীক্ষায় ১ম হয়েছেন শাহিনা আক্তার, ২য় হয়েছেন রিভাজ আহমদ ও ৩য় স্থান লাভ করেছে ইয়াসমিন ইসলাম।
জালালিয়া হাফিজিয়া সেকশনে টার্ম ফাইনাল পরীক্ষায় ১ম স্থান পেয়েছেন আবু হোসাইন, ২য় স্থান আবু সাঈদ ও ৩য় স্থান পেয়েছেন নাইম চৌধুরী। হিফজ সেকশনে কুরআনিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আবু হোসাইন, আহসানুল আলম, আবু সাঈদ, আব্দুল হামিদ তরফদার ও নাইম চৌধুরী।
মসজিদের খতীব ও ইমাম হাফিজ মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ছাত্র-ছাত্রীরা আরো ভালো ফলাফল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রবীণ মুরব্বি ও সাবেক ট্রাস্টি আলহাজ আব্দুল জব্বার রাজা মিয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১১:০৯ | সোমবার, ০৫ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin