| সোমবার, ০৮ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
বুলগেরিয়ার রুউস শহরে নারী টেলিভিশন সাংবাদিককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রুউসের প্রসিকিউটর জর্জ জর্জিভ জানান, ৩০ বছর বয়সি ভিকক্টোরিয়া মেরিনোভার লাশ শনিবারে এক পার্কে খুঁেজ পায়। কিন্তু তার মোবাইল ফোন, গাড়ির চবি কিংবা গায়ের জামা খুঁেজ পাওয়া যায়নি।
জর্জিভ আরও জানান, তাকে মাথায় আঘাত করে দমবন্ধ করে হত্যা করা হয়েছে। প্রসিকিউটর জর্জিভ মেরিনোভার ব্যক্তিগত ও অফিসে খুনের কারণ তদন্ত্য করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বয়কো বোরিসোব জানান, ডিএনএর অনেক উপাদান পাওয়া গিয়েছে। তিনি আশা করেন খুব তাড়াতাড়ি অপরাধিকে ধরতে পারবেন। রয়র্টাস
Posted ১৫:৫৩ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain