নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য বুধবার বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১ ঘণ্টা রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার, বাড্ডা ও খিলবাড়িরটেক এলাকায় গ্যাস থাকবে না।
একই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Posted ১৫:৩৪ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain