সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের পাত্র খোঁজায় চটেছেন তিশা

  |   বুধবার, ০১ মার্চ ২০১৭ | প্রিন্ট

বিয়ের পাত্র খোঁজায় চটেছেন তিশা

17093119_1596691090360445_1710711720_o

কর্নেল নানা পাত্র খুঁজছেন নাতনী তানজিন তিশার জন্য। তবে সেটা এমনি এমনি নয়। পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন তিনি। এটি নিয়েই গন্ডগোল বাঁধিয়েছেন তিশা। চিৎকার চেঁচামেচিতে করে সারা বাড়ি মাথায় তুলেছেন। তবে নাতনীর এমন কাজে কোনো ভ্রুক্ষেপ নেই অবসরপ্রাপ্ত কর্নেল নানা সিরাজ হায়দারের। বিজ্ঞাপন দেয়ার পরই হুমরি খেয়ে পড়েছেন বিয়ে করতে আগ্রহী পাত্রগণ। বাড়িতে শুরু হয় পাত্রদের আনাগোনা।

17101485_1596691110360443_1982849868_o

এর পর যোগ্য পাত্র বাছাই করতে বিভিন্ন বিষযে পরীক্ষা নিতে থাকেন কর্ণেল সাহেব। অপর দিকে নানুর এমন পাগলামি দেখে নিজের ভালোবাসার মানুষ কল্যান কোরাইয়াকে জামাই হতে আসা পাত্রদের দলে অন্তর্ভূক্ত হয়ে পরীক্ষা দিতে বলেন। প্রেমিকার কথা শুনে বিয়ের জন্য জামাই নির্বাচনের পরীক্ষায় যোগ দেন কল্যাণও। বিষয়গুলো নিয়েই জমিদারের আদলে গড়া বাড়িটিতে ঘটতে থাকে নানা হাস্যরসাত্বক ঘটনা। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘জামাই পরীক্ষা’। এতে নাতনীর চরিত্রে অভিনয় করছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রি তানজিন তিশা। সম্প্রতি গাজীপুরের পুবাইলে শেষ হয়েছে নাটকটির শুটিং। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এটিএম মাকসুদুল হক ইমু। নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘দারুণ একটি গল্পের নাটকে অভিনয় করলাম। কিছুটা কমিডি থাকলেও অতি ভাঁড়ামি নেই। নাটকটি দেখে দর্শকরা বেশ আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস।’ কল্যাণ কোরাইয়া বলেন, নাটকটিতে দর্শকরা হাসি প্রেম এবং সিনেমাটিক একটা ফ্লেভার পাবেন। মোট কথা বিনোদনের সবকিছুই রয়েছে এতে।’ নাটকটিতে গল্পের প্রয়োজনে একটি গানও রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। যা নাচে গানে ভরপুরই থাকবে। এস আর মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত নাটকিতে আরও অভিনয় করেছেন- নিপা খান, শাখাওয়াত শিমুল, পলাশ, সালমা, কাশেম, শিমুসহ অনেকে।

নাটকটি মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনলিপিনিউজ ডট কম ও দৈনিক আমার বার্তা । এটির মূল ক্যামেরায় ছিলেন ইমন সাদী। চলতি মাসেই কোনো এক বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:১৯ | বুধবার, ০১ মার্চ ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com