নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন পাপন। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে।
সভাপতির দায়িত্ব পেয়ে বুধবার দুপুরে বিসিবির ফেসবুক পেজে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি। ফারুক আহমেদ জানিয়েছেন, দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য।
বিসিবি সভাপতি বলেন, লক্ষ্য তো অনেক বড়। প্রথম এবং প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, দেশের মুখ উজ্জ্বল করা। এ ছাড়া টিমকে একটি জায়গায় (ভালো) দেখতে চাই। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেকদিন ধরে কাজ হয়েছে, হয় নাই-অনেক প্রশ্ন আছে।
ফারুক আহমেদ বলেন, আমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো সহজ হবে।
এর আগে, বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বসে বোর্ডের জরুরি সভা। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন।
পরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে বোর্ডের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হন ফারুক আহমেদ। এরপর পাপনের জায়গায় স্থলাভিষিক্ত হন তিনি।
Posted ০৯:৪০ | বুধবার, ২১ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain