নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : অন্য সাধারণ প্রার্থীদের চেয়ে চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে অতিরিক্ত ৪ থেকে ৫ বছর সময় লেগে যায়– এমন বিবেচনায় বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা আরও দুই বছর বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১) সিনিয়র সহকারী সচিব মো. আবু সুফিয়ান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সুপারিশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পূর্বে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ছিল ৩০ বছর এবং চিকিৎসকদের বয়সসীমা ছিল ৩২ বছর। বর্তমানে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে কিন্তু চিকিৎসকদের জন্য বয়সসীমার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে সাধারণ প্রার্থীদের চেয়ে ৪/৫ বছর অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার জন্য তারা আবেদন করেছেন।
এ অবস্থায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার বিষয়ে তাদের আবেদন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এতদ্বসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
Posted ০৩:৩৬ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain