| মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ৩০ জানুয়ারী ২০১৮ : দেশে দেশে মুসলিম নির্যাতন,মুসলমানদের পবিত্র স্তানগুলোর প্রতি ইহুদীবাদিদের ক্যু দৃষ্টি, আরব বিশ্বের কতিপয় নেতাদের নতজানুতার কারনে বিশ্বব্যপি মুসলমানদের বিরুদ্ধে আবারো নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।
গত ২৯ জানুয়ারী ২০১৮, খেলাফত মজলিস বারমিংহাম শাখা কর্তৃক আয়োজিত ছাত্র মজলিসের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রাক্তন নেতা কর্মীদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ উপর উল্লেখিত এ কথাগুলো বলেন।
শাখা সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা সাদিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ড. আব্দুশ শাকুর, মাওলানা মুফতি তাজুল ইসলাম, ড. আবুল কালাম আজাদ, মুফতী মাওলানা হাসান নুরী চৌধুরী, মাওলানা শওকত আলী, কারী আব্দুল মুকিত আজাদ, যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, বি এনপি নেতা সৈয়দ জমশেদ আলী, আলহাজ আব্দুল মালিক পারভেজ, আলহাজ খছরু খান, হাজী আব্দুল ওয়াদুদ।
সাবেক ছাত্রনেতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আব্দুল করিম ওবায়েদ, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মছরুর আহমদ বুরহান, সৈয়দ কবির আহমদ, হাফেজ হুসাইন আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, হাফেজ শাহেদ আহমদ, মাওলানা বাহার উদ্দীন, কারী আব্দুল মুনির প্রমুখ।
Posted ১০:২৪ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin