| মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: পুরনো ঢাকার দর্জি দোকানী বিশ্বজিৎ দাশ হত্যা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে বুধবার। এরপর রায় ঘোষণার জন্য দিন ধার্য করবেন বিচারক।
মঙ্গলবার আসামি রফিকুল ইসলাম শাকিলের পক্ষে যুক্তিতর্কের শুনানি শুরু হলেও শেষ হয়নি।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকউটর এস এম রফিকুল ইসলাম বাংলামেইলকে জানান বুধবার অবশিষ্ট শুনানি শেষ হবে।
তিনি আরও জানান, ২১ জন আসামির মধ্যে এ পর্যন্ত বিশ জন আসামির পক্ষে যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। এদের মধ্যে পলাতক ১৩ আসামির পক্ষে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের শুনানিও রয়েছে। যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক রায় ঘোষণার জন্য দিন ধার্য করবেন বলে জানান ওই পিপি।
মঙ্গলবার যুক্তিতর্কের শুনানি গ্রহণ করেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক।
যুক্তিতর্কের শুনানিকালে জেলহাজতে থাকা আট আসামিকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আসামি পক্ষের আগে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্কের শুনানি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেন।
এ মামলার আসামিরা হলেন, ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।
আসামিদের মধ্যে জেলহাজতে থাকা আট জনকে আদালতে হাজির করা হয়। অপর ১৩ জন পলাতক আছেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি দোকানি বিশ্বজিৎ দাশ।
Posted ১২:১১ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin