| রবিবার, ০৯ আগস্ট ২০২০ | প্রিন্ট
না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার (৯ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত দেশের বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী দেশ-বিদেশে কয়েক দফা চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে কয়েক মাস ধরে বাড়িতেই ছিলেন। শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে ৫টায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শ্বাসকষ্টের সমস্যা দেখে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন। চিকিৎসক বলেছিলেন, ২৪ ঘণ্টা খুবই ঝুঁকিপূর্ণ আলাউদ্দিন আলীর জন্য।
কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রোববার বিকেলে তিনি চলে যান না ফেরার দেশে।
Posted ২১:১০ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain