নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বিরোধীদলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেছেন, ‘বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় না সরকার। তারা যখনই সমাবেশ করতে চাচ্ছেন, অনুমতি পাচ্ছেন। আমরা বা ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়ে দিচ্ছেন।
আজ (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জনগণের দুর্ভোগ যেন না হয়, রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না, ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন যাতে জনগণের দুর্ভোগ না হয়’।
রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিষফোঁড়া এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা প্রতিনিয়ত অপরাধজগতের সঙ্গে যুক্ত হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। তারা বাংলাদেশের জন্য বিষফোঁড়া।
রোহিঙ্গা শিবির নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এটি তথ্যভিত্তিক কোনো রিপোর্ট নয়।
বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা দেশে ফিরে আসলেই ফাঁসির রায় কার্যকর করা হবে।
Posted ০৭:৩৩ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain