নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক :২০২৫ সালে বলিউডের কোন কোন তারকা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তা নিয়ে এখন থেকেই নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সেই তালিকায় অন্যতম কৃতি শ্যানন। বহুদিন ধরেই তাকে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে।
ভাইরাল হওয়া ছবিতে কৃতিকে একটি গাঢ় গোলাপি রঙের শাড়িতে কবীরের পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা গেছে। যে পোস্টে তাদের সম্পর্ক নিয়েও চলেছে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীদের মধ্যে অনেকেরই মতে, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।
ভিডিও দেখা গেছে, কৃতিকে অতিথিদের সঙ্গে সময় কাটাতে। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন অভিনেত্রী। এই বিয়ের অনুষ্ঠানে এমএস ধোনিও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অনেক বছর থেকে কৃতি তার প্রেম জীবনকে গোপন রেখেছিলেন। তাদের নেটদুনিয়ায় মাঝেমধ্যেই দেখা গেলেও কখনোই বিয়ে বা ডেটিংয়ের গুঞ্জন নিয়ে কথা বলেননি।
Posted ০৪:০৫ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain