| বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৩৭২০টি ইয়াবা, ৭৩ গ্রাম হেরোইন, ৮৫০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশিমদ, ৩০ লিটার দেশিমদ, ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।
Posted ০৫:০৬ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain