নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
বিপিএলের ১০ম আসরে এবার কঠিন পরীক্ষায় পড়েছে টিম খুলনা ও চট্টগ্রাম। দুই দলই নিজেদের ৯ ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থান করতে পারেনি। আসরের শেষ মুহুর্তে যেন দুই দলই আছে বাঁচা-মরার লড়াইয়ে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪) বেলা দুইটায় ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা, অন্যদিকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল রংপুর। বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে খুলনা। বড় দুশ্চিন্তায় রয়েছে টিম চট্টগ্রামও।
এদিকে ৬ এ আটকে থাকা সিলেট এখন পর্যন্ত পুরোপুরি ছিটকে যায়নি বিপিএলের প্লে-অফ থেকে। তাদের হাতেও আছে ৩ ম্যাচ। জয় পেলে খুলনা, চট্টগ্রাম কিংবা বরিশালকেও টপকে যেতে পারে গতবারের ফাইনালিস্টরা। তবে সেজন্য অন্যদের হারও কামনা করতে হবে তাদের।
তবে টানা জয়ের ধারায় আছে বিপিএলের দুই তারকাখচিত দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Posted ০৬:০০ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain