নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
দেশের অর্থ যারা পাচার করে বিদেশ পালিয়ে রয়েছেন তাদের আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান।
আজ (২৩ ডিসেম্বর) সকালে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে তিনি পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন।
দুদক কমিশনার বলেন, এখনও দেশে দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতিবাজকে দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা নীতিগতভাবে কার্যক্রম হাতে নিয়েছি। কিন্তু জিরোতে পৌঁছানো হলো আমাদের টার্গেট। এখনও আমরা সেখানে পৌঁছাতে পারিনি। এখনও দুর্নীতি আছে এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক আকারে আছে। আমরা চাই দুর্নীতি দমন হোক। তবে শূন্য সহিষ্ণুতার যে নীতি আমরা গ্রহণ করেছি, এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন একা এই কাজটি করতে পারবে না। সেজন্য সমাজের সকল স্তরের জনগনের সহযোগিতা প্রয়োজন।
দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতাল ও শশী হাসপাতালের চিকিৎসকরা।
Posted ০৮:৪৭ | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain