রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজয়মেলা হলো, মুক্তিযোদ্ধাদের মিলন মেলায়

  |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

bejoy mela

ঢাকা, ১৬ ডিসেম্বর  : মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই ৮ম বারের মতো আয়োজন করলো রবির পৃষ্ঠপোষকতায় বিজয়মেলা। চ্যানেল আই ভবন চত্বরে অনুষ্ঠিত সকাল ১০.৩০ মিনিটে লাল-সবুজের বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন পর্বে অংশ নেন ৩৫ জন (যুদ্ধাহত, বীরপ্রতীক, বীরবিক্রম ও বীরউত্তম) মুক্তিযোদ্ধা।
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমুখ। এ সময় ফকীর আলমগীর তার দলের সদস্যদের নিয়ে পূর্ব দিগন্তে সুর্য্য উঠেছে…, দাম দিয়ে কিনেছি বাংলা ..গান দুটি পরিবেশন করেন।
উপস্থিত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ছাড়াও মেলায় স্বাধীন বাংলা বেতারের গান করেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী তিমির নন্দী- রক্ত দিয়ে নাম লিখেছি…, এম এ মান্নান- লাল সবুজের বুকে ঐ…, রেবেকা সুলতানা- এক সাগর ও রক্তের বিনিময়ে…, অরূপ রতন চৌধুরী- আজই বাংলাদেশের হৃদয় হতে…, মনোরঞ্জন ঘোষাল- সোনায় মোড়ানো বাংলা তোমার শ্বশান করেছে কে…, ইন্দ্রমোহন রাজবংশী- আরে ও আমার বাংলাদেশের মাঝি ভাই…গানগুলো পরিবেশন করেন। আবৃত্তি করেছেন সৈয়দ হাসান ইমাম, আরো গান করেছেন ফরিদা পারভীনসহ নবীন-প্রবীণ শিল্পীবৃন্দ। গানের মাঝে মাঝে নৃত্য পরিবেশন করা হয়। পুরো মেলা সরাসরি প্রচার করেছে চ্যানেল আই। মেলা পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।
লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেষ্টুনে সুসজ্জিত ছিলো চ্যানেল আই’র পুরো মেলা প্রাঙ্গন। ছিলো ৭ বীরশ্রেষ্ঠ- এর নামে ৭টি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্বরণে ১১টি নির্দিষ্ট স্থান। মেলার স্টলগুলোতে ছিলো মুক্তিযুদ্ধের নানা দলিল, মুক্তিযুদ্ধের গ্রন্থমালা, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের আলোকচিত্র, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরী প্রদর্শনী ছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যের ক্ষুদ্র ও কুঠির শিল্পের বেশ কিছু ষ্টল। মুক্তিযুদ্ধের চিত্রাংকন করেন আব্দুল মান্নান, রনজিত দাস, বীরেন সোম, রেজাউন নবী, মনিরুজ্জামান, রাশা, জহির উদ্দিন, শাহজাহান আহমেদ বিকাশসহ ছোট্ট সোনামনিরা।

Facebook Comments Box
advertisement

Posted ২৩:১৩ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com