রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপি সরকারকে উৎখাত করে দেশ ‘স্বাধীন’এর ঘোষণা মমতার

  |   বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | প্রিন্ট

বিজেপি সরকারকে উৎখাত করে দেশ ‘স্বাধীন’এর ঘোষণা মমতার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৯ সালে দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করে দেশকে স্বাধীন করব। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার বেহালায় এক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘২০১৯ সালে এই সরকারকে উৎখাত করে দেশকে স্বাধীন করব। দেশের মানুষকে স্বাধীন করব। এটাই আমাদের শপথ। মানুষ মর্যাদা ফিরে পাবে।’ ভারতে স্বৈ^রাচারী সরকার ক্ষমতায় থাকায় ‘সুপার ইমারজেন্সি’ চলছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি মরতে রাজি আছি, কিন্তু বিজেপি’র কাছে আত্মসমর্পণ করতে রাজি নই।’

একইদিনে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হন মমতা।

তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন! তাদের বাবা-মায়ের জন্ম প্রমাণপত্র আছে? অমিত শাহের বাবা মায়ের জন্ম প্রমাণপত্র আছে তো?’

আসামে এনআরসি থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আসামের ৪০ লাখ মানুষের মধ্যে ২৫ লাখ হিন্দু বাঙালি, ১৩ লাখ মুসলিম বাঙালি ও ২ লাখ বিহারি, নেপাল ও অন্যান্যরা রয়েছেন। ষড়যন্ত্র করে এদের নাম বাদ দেয়া হয়েছে।’

তার অভিযোগ, বিজেপি মানুষের মধ্যে ভাগাভাগির খেলায় মেতেছে। জোর করে মানুষকে ভয় দেখাচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। এভাবে জোর করে ‘অনুপ্রবেশকারী’র আখ্যা দিয়ে দমিয়ে দেয়া হচ্ছে। মমতা বলেন, ‘আসামে যেসব মানুষের নাম বাদ দেয়া হয়েছে তারা ১৯৭১ সালের ২৪ মার্চের আগেই এসেছেন এবং বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আসামে গোলযোগ সৃষ্টি করছে’। পারসটুডে

Facebook Comments Box
advertisement

Posted ১৬:১৭ | বুধবার, ১৫ আগস্ট ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com