| মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা আরেক মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী ও আরিফা সুলতানা রুমার রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. তোফাজ্জেল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী সানাউন্নাহ মিয়া ও নিপুণ রায়ের বাবা অ্যাডভোকট নিতাই রায় চৌধুরীসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এদিন আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
এর আগে ১৬ নভেম্বর পল্টন থানায় দায়ের করা আরেক মামলায় বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীসহ ৭ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছিলেন আদালত।
গত ১৫ নভেম্বর পল্টনের নাইটেঙ্গেল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পল্টন থানায় নাশকতার অভিযোগে তিনটি মামলা দায়ের করে পুলিশ। বর্তমানে মামলাগুলো ডিবি তদন্ত করছে।
Posted ১৫:২৩ | মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain