রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএনপি ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিয়ে ষড়যন্ত্র শুরু করেছে : ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট

বিএনপি ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিয়ে  ষড়যন্ত্র শুরু করেছে : ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এই লক্ষ্যে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে। গতকাল গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত জাতিকে জাগিয়ে স্বাধীনতা উপহার দেন। বঙ্গবন্ধুর শাসনামলে দেশে ১০ হাজার টন উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৯.৫৪ শতাংশ। এই প্রবৃদ্ধি এ পর্যন্ত সর্বাধিক।  ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যাদুকরী নেতৃত্বে বাংলাদেশ এখন পৃথিবীর মর্যাদাশালী রাষ্ট্র। ২০০৮ সালে আমাদের ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন বাস্তবে রূপ নিয়েছে। মানুষের জীবন হয়েছে সুন্দর।

এখন অনায়াসে ঘরে বসেই সকল নাগরিক সুবিধা পাওয়া যায়। ২০১৮ সালে আমাদের ঘোষিত ‘আমার গ্রাম আমার শহর’ নীতি বাস্তবায়নের মাধ্যমে গ্রামগুলো জেগে উঠেছে।

দেশে এক কোটি জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে, ৫০ লাখ জনগোষ্ঠী পাচ্ছেন চাল। বাংলাদেশ আর কখনোই বিভিষিকাময় পেছনে ফিরে যাবে না। মন্ত্রী বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।  হাওয়া ভবনের বড় চোর তারেক রহমানের নেতৃত্বে তারা পাঁচশ’ নয় পাঁচ হাজার স্থানে বোমা হামলা চালাতে চায়, গ্রেনেড হামলা চালাতে চায়, বাংলা ভাই-ইংরেজি ভাই সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের সচেতন মানুষ আর কখনোই বিভিষিকাময় দিনে ফিরে যেতে চায় না। ড. হাছান মাহমুদ বলেন, দেশ আজ শান্তি আর সমৃদ্ধিতে পরিপূর্ণ। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

সম্মানীত অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ। গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নতুন কমিটিতে এডভোকেট আনিসুর রহমানকে সভাপতি এবং আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এদিকে এই কমিটিকে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতির পকেট কমিটি দাবি করে তার বাসায় তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে বিদায়ী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন,  এটি এমপি’র করা পকেট কমিটি। জীবনে আওয়ামী লীগ না করলেও তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কীভাবে এই কমিটি হলো এ ব্যাপারে সকলের সংশয় সন্দেহ আছে। এ সময় শাহনেওয়াজ আলী ছাড়াও তৃণমূল পর্যায়ের ব্যাপক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৯ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com