নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, তাদের দলীয় কার্যালয় থেকে পুলিশের ককটেল উদ্ধার বানানো গল্প। আজ (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মোশাররফ বলেন, ৭ ডিসেম্বর বিএনপি অফিসে দ্রব্যাদি ও অর্থ লুণ্ঠন, ভাঙচুর ও নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। বিএনপি অফিসের ককটেল পাওয়ার ঘটনা পুলিশের বানানো গল্প। ব্যাগে করে ককটেল নিয়ে বিএনপি অফিসে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর দলীয় নেতাকর্মীদের জড়িয়েছে। ৭ ডিসেম্বরের বিএনপি অফিসের ঘটনা সরকারের স্বৈরাচারি কায়দায় টিকে থাকার ব্যর্থ প্রয়াস।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫টি ককটেলসহ খিচুড়ি, চাল ও ডেকচি উদ্ধার করে পুলিশ। অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ১৫টি ককটেল, ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেকচি উদ্ধার করা হয়।
Posted ০৭:২৩ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain