| বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭ (৫+২) আসন পাওয়ার পর অনেকেই বিএনপিসহ এই জোটের সমালোচনা করছেন। বা এত কম আসন পাওয়ার জন্য তাদেরকেই দুষছেন।
এ বিষয়ে লেখক, ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক আইডিতে বিরূপ মন্তব্য করেছেন। তার মতে ভুল ত্রুটি থাকলেও বিএনপিকে নিয়ে সমালোচনার সময় এটা নয়।
পিনাকী তার মন্তব্যে বলেন, ‘সবাই এখন বিএনপি আর ঐক্যফ্রন্টের দোষ খুজতেছেন। এমনকি স্বয়ং শেখ হাসিনাও বলেছেন, বিএনপির ভরাডুবি নিজের দোষেই।’
‘ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ ড. কামাল হোসেনকে জিজ্ঞেস করছেন, আপনারা কেন ঢাকার পাঁচ দশ হাজার লোক নিয়ে মিছিল করলেন না। তিনি মনে হয় চান্দের দেশে ছিলেন, তিনি মনে হয় দেখেন নাই কীভাবে তফশিল ঘোষণার পর থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী নেতা কর্মিদের উপরে হামলা হয়েছে ২৮৯৬ বার, আহত হয়েছে ১৩ হাজার জন, নিহত হয়েছে ৯ জন, আহত হয়েছে ৫০ জন প্রার্থী। এমন রক্তাক্ত নির্বাচনী প্রচার কি আনিস আহমেদ সাহেব আগে দেখছেন?’
‘বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন, কই ঐক্যফ্রন্টের তো তেমন প্রচার দেখলাম না। উনার বাসা থেকে বাইর হওয়ার পরে মার্শা বার্নিকাটের উপরে হামলা হইছিলো এবং সেইদিনই উনার বাসাতেও যে হামলা হইছিলো; যার জন্য তিনি থানায় ডায়েরি করছিলেন সেইটা মনে হয় উনার স্মরণে নাই। উনি মনে হয় দেখেন নাই ঢাকার প্রেসগুলা পর্যন্ত ঐক্য ফ্রন্টের প্রার্থীর পোস্টার ছাপায় নাই। এর মধ্যে লুকায়ে ছাপায়ে যা ছাপা হয়েছিলো তা ছিনিয়ে যাওয়া হয়েছে। কারা ছিনায়ে নিছে সেইটা বললাম না। গুগুল করে দেখে নিয়েন। স্কুলের সামনে একটা ধানের শীষের পোস্টার দেখে স্কুলের শিক্ষককে নিয়ে জেলে দেয়া হয়েছে জামিন দেয়া হয়নি।’
‘আমি বিএনপি করিনা, কিন্তু এই দলের উপরে যে নির্মমতা হয়েছে তাতে এই দলের বেদনার সহমর্মী না হয়ে আমি পারিনি। কোন বিবেকবান মানুষ সহমর্মী না হয়ে পারবেন না। বিএনপির অনেক রাজনৈতিক ভুল আছে, কিন্তু সেই ভুল হিসাবের সময় এইটা না।’
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৯০,৩৪০ টা মামলা করা হয়েছে, এতে ২৫ লক্ষ নেতাকর্মীকে আসামী করা হয়েছে আর মামলা গুলোতে ৭৫,৯২৫ জনকে জেলে ঢুকানো হয়েছে। আরো বড় জেলখানা ছিলোনা জন্য বাকীদের ধরা হয়নি। ১,৫১২ জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। নির্বাচনের তফশিল ঘোষণার পরেই তো ১০,৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।’
‘পৃথিবীর ইতিহাসে যুদ্ধাবস্থা ছাড়া কোন রাজনৈতিক দলকে এতো বড় মুল্য দিতে হয়েছে কি?
এখন এই বিএনপির সমালোচনা করেন কোন মুখে?’
Posted ২৩:২২ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | admin