নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বিএনপির ভেতরেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (২২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন করছে জানিয়ে সভায় সেতুমন্ত্রী বলেন, স্থানীয় সরকার, শিক্ষা, বিদ্যুৎ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বব্যাংকও স্বীকার করেছে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে। কিন্তু এরপরও আমরা যখন রাস্তায় বের হই, সেখানে দেখি শৃঙ্খলা নেই, পরিবহণের শৃঙ্খলায় ঘাটতি। এগুলো নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে।
জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা কেন সচেতন হবেন না? এত উন্নত জাতি, যেটা সমৃদ্ধির দিকে এগুচ্ছে।
সভায় ঢাকা নগর পরিবহনের রুট বৃদ্ধি, ভাড়া সমন্বয়, ই-টিকেটিং চালুসহ নানান বিষয়ে আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, সড়ক সচিব এবিএম আমানউল্লাহ নুরী, ডিটিসিএ নির্বাহী পরিচালকসহ সড়ক ও মহাসড়ক বিভাগের একাধিক কর্মকর্তা।
Posted ০৮:৫২ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain