নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ মামলা দেওয়া হয়েছে। এই মামলায় ৩৫ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
আজ সরকার বিএনপিকে ভয় পেয়ে মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখতে চায়। কিন্তু এই মামলা হামলাকে ভয় পায় না বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ মুন্নু সিটিতে, তারেক রহমান ঘোষিত ১০দফা এবং রাষ্ট্রকাঠামো রুপরেখা বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে কোনো সামরিক সরকার গণতন্ত্রকে হত্যা করেনি। গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। এটা দেশে ব্যাতিক্রমি একটা ঘটনা। দেশের মানুষ জানে। দেশে ১৫ বছর ধরে অলিখিত বাকশাল চলছে। যেটা লিখিত বাকশালের চেয়েও খারাপ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতারা এত উন্নয়নের কথা বলেন। তাহলে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় কেন। দেশের এত উন্নয়ন দেখে মানুষতো সব ভোট তাদের দিবে। আসলে তা নয়। আজ দেশের মানুষ জানে আওয়ামী লীগের নেতারা কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। শুধু তাই নয় সুইজারল্যান্ডে ব্যাংকে টাকা জমাচ্ছে। দেশের মানুষ এসব কথা জেনে গেছে। সে জন্য তারা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তাদের তো জনগণ ভোট দিবে না।
এসময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলার সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরসহ বিএনপির নেতাকর্মীরা।
Posted ১৫:৩৪ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain