| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
সদা হাস্যউজ্জ্বল তরুন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সভাপতি ও বার্মিংহাম যুবদলের বিপ্লবী সভাপতি গুলজার আহমদ ফয়সাল গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।আগামীকাল বার্মিংহাম কুইন এলিজাবেথ হসপিটালে জরুরী ভিত্তিতে অপারেশন করা হবে ।
ফয়সলের সফল অপারেশনের জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমদের মাঝে ফিরে আসেন । মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন । আমিন ।
আপনাদের দোয়া কামনায় বার্মিংহাম যুবদলের পক্ষে থেকে ….
কয়সর আলী শাহীন, সিনিয়র সহসভাপতি
রাসেল আহমদ, সাধারন সম্পাদক
বার্মিংহাম যুবদল
Posted ০১:৪৩ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin