নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
বার্মিংহাম : বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড ও সিটি বিএনপি’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড ও বার্মিংহাম সিটি শাখার উদ্যোগে ২রা এপ্রিল ২০২৪ মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় একটি হলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে ও বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, প্রধান বক্তা ছিলেন বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ফিরোজ চৌধুরী, বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব খাঁন,মিডল্যান্ড খেলাফত মজলিশের সাবেক সভাপতি আব্দুল মুকিত আজাদ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সভাপতি আব্বাস মিয়া, সাবেক সহ সভাপতি ফয়েজ উদ্দিন এমবিই,মিলান লম্বারদিয়া বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,বার্সেলোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক, কভেন্টী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল খাঁন লাকী, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফু।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ প্রচার সম্পাদক ঈদন আলী। মোনাজাত পরিচালনা করেন মৌওলানা মোহাম্মদ আব্দুল মতিন। আরো বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, সারওয়ার আহমদ, ইসলাম উদ্দিন খাঁন, দেওয়ান উকিল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি নেতা আলী হেলাল, ফারুক চৌধুরী, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া,বার্মিংহাম ব্রিটিশ বাংলা এসোসিয়েশন এর সভাপতি অলিউর রহমান,বিএনপি নেতা এডভোকেট নজরুল ইসলাম , এডভোকেট ওবায়দুল কবির খোকন,সৈয়দ রুপন আলী, নোমান আহমেদ, ছালিক মিয়া, শামীম খাঁন,আলিম উদ্দিন,শাহজাহান চৌধুরী,এনামুল হক,রুহুল আমিন,মুরাদ আহমদ,তোফাজ্জল হোসেন মান্না ,আবু জাফর চৌধুরী শুয়েব,রাজু আহমেদ ,এহিয়া খাঁন,আফরুজ মিয়া, রহমান মিয়া,মনির মিয়া রাসেল ইসলাম,জামাল মিয়া,মজিদ মিয়া,আমিনুল ইসলাম, আব্দুল লতিফ ,মাহি মিয়া, সেলিম মিয়া,তারেক মিয়া,সাইফুর ইসলাম, আনোয়ার হোসেন, মোর্শেদ আহমদ, ইকবাল হোসেন মুকিম উল্লাহ, ছাদিক মিয়া ও সুজন মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব , বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড ও সিটি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী বৃন্দ। আলোচনায় বক্তারা স্বধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Posted ২৩:১৪ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin