বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্মিংহামে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্টিত

  |   বুধবার, ০৩ মে ২০১৭ | প্রিন্ট

বার্মিংহামে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্টিত

বার্মিংহাম প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বার্মিংহাম সিটি শাখা ও ওয়েস্টমিডল্যান্ডস শাখার যৌথ আয়োজনে বামিংহামের স্থানীয় একটি হলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নতুন দুইটি আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয় । উক্ত সভায় দুই কমিটির আহ্বায়ক বাবরুল ইসলাম এবং রফিকুর রহমান রফু ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পরিচিতি সভার কার্যক্রম আরম্ভ করেন ।

জি মোস্তফা লিমন ও মজনু মিয়ার যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মো: আবুল হুসেন । প্রধান অতিথির বক্তব্যে বলেন , স্বেচ্ছাসেবক দল যখন শুরু করা হয় তখন একটি ছুটো পরিসরে যুক্তরাজ্যের লন্ডন কেন্দ্রীক কার্যক্রম হতো , আজ সমগ্র ব্রিটেন জুড়ে স্বেচ্ছাসেবক দল যেভাবে বিস্তৃত হয়েছে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা জনাব তারেক রহমানের ডাকে সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে , প্রধান অতিথি তাহার বক্তব্যে আরো বলেন প্রতিদিন রাজনীতি থেকে কিছু না কিছু আমি নিজে শিখি আজ ও দুই চারজন বক্তার বক্তব্য আমাকে কিছু কথা শিখিয়েছে যাহা আমারও রাজনীতির পদচালনায় সহায়ক হবে , তিনিও আরো বলেন যতক্ষণ অক্সিজেন থাকে ততক্ষন মানুষের প্রাণ থাকে তেমনি যতক্ষণ আপনি রাজনীতির মাঠে থাকবেন ততক্ষন আপনার আমার রাজনীতির প্রাণ থাকবে , ঘরে বসে রাজনীতির দিন শেষ ।

সম্মানিত অতিথি হিসাবে আরো যারা বক্তব্য রেখেছেন সাবেক আহবায়ক ওয়েস্ট মিডলেন্ড বি, এন, পি, কাজী আঙ্গুর মিয়া , সভাপতি বার্মিংহাম সিটি বি, এন, পি, জাহেদ আহমেদ চৌধুরী , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হরমুজ আলী , যুক্তরাজ্য বি, এন, পির সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব , যুক্তরাজ্য সেচ্ছসেবক দল সিনিয়র সহ সভাপতি শরিফুল হক , সহসভাপতি তোরণ মিয়া , যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ,আবু ছাঈদ চৌধুরী শাকিল , মোকাদ্দেছ রানা , আবজার হুসেন, সাইফুর রাজা চৌধুরী ,সমীর আলী , জালাল আহমেদ , গুলজার আহমেদ ফয়সাল , আওলাদ হুসেন, কায়সারুল ইসলাম সুমন , ফয়সাল আহমেদ , রেজাউল ইসলাম বিল্লা , রাসেল আহমেদ, শাহ মো ইব্রাহিম ,আব্দুল কাইয়ুম , ঈদন আলী , গৌস মিয়া , মামুন আহমেদ , মুর্শেদ আহমেদ , আব্দু রউফ কাব্য প্রমুখ |

সভার শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয় এবং প্রধান অতিথি সহ লন্ডন থেকে আগত নেতৃবৃন্দের সাথে নতুন দুই কমিটির সকল সদস্য বৃন্দের কৌশল বিনিময় হয় ।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:০৪ | বুধবার, ০৩ মে ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com