| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : গত ১৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টা বার্মিংহামের আস্টন্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে মিডল্যান্ডস্থ ওয়েস্ট ব্রমইচ লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বাস্তবায়ন কমিটির উদ্যোগে কমপ্লেক্সের প্রজেক্ট এর সংস্কার কাজ শুরু করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ইসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব নাসির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা এম এ কাদির আল হাসানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ডওয়েল কাউন্সিলের সাবেক ডেপুটি লিডার কাউন্সিলার আহমেদুল এমবিই ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি’র আহবায়ক ক্বাজী আঙ্গুর মিয়া, মাওলানা রফিক আহমদ, হাজী আবদুল কাইয়ূম, মো: মিছবাউর রহমান, খুরশেদুল হক, মাওলানা কাজী সেলিম উদ্দিন, চুন্নু মিয়া প্রমুখ ।
বক্তার বলেন, ফুলতলী (র.) জীবদ্দশায় মিডল্যান্ডসে একটি সুন্নী মাদরাসা প্রতিষ্ঠার ইচ্ছে পোষণ করেছিলেন। তাঁর অবর্তমানে বিশাল আকারে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই মাদরাসা। এই মাদরাসার প্রতিষ্টার মাধ্যমে দ্বীনের সব ধরনের খেদমত করা সম্ভব হবে এবং কমিউনিটির ইসলামীক শিক্ষা আরো অগ্রসর হবে বলে আশাপ্রকাশ করেন । বক্তারা কমপ্লেক্সটির কাজ সম্পন্ন করার জন্য ব্রিটেনের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান ।
সভা শেষে বিশ্ব মুসলিমের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় মোনাজাত করা হয়।
Posted ১১:২২ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin