| বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : গত ১২ই মার্চ বুধবার রাত্র ৮:৩০ টায় বার্মিংহামের স্মলহিথের কভিন্ট্রি রোডস্থ আল আমান একাডেমিক হলে দাওয়াতের গুরুত্ব এবং দাওয়াত দানের প্রদ্ধতি সম্পর্কিত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
স্মলহিথ শাখার সভাপতি মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী সাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মিডল্যান্ডস শাখার সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, খেলাফত মজলিসের বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবীর, ও সেক্রেটারী আ ফ ম শুয়াইব ।
বক্তারা বলেন, মহান আল্লাহর নির্দেশিত পথে রাসুল (সা:) আল্লাহর বানী সমগ্র মানব জাতীর কাছে প্রচার করেছেন । আল্লাহর বানী প্রচার করতে গিয়ে বহু জুলুম-নির্যাতন সহ্য করেছেন ।প্রকৃত রাসুল প্রেমিক হয়ে রাসুল ( সা: ) আদর্শিত পথে ইসলামের দাওয়াত সবার মাঝে পৌছে দিতে হবে ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাওলানা সালাউদ্দিন আহমদ, হাফেজ মাওলানা সাহেদ আহমদ, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা এনামুল হক খানঁ, মাওলানা বাহার উদ্দিন ও সাদেক আহমদ প্রমুখ ।
Posted ২৩:৩০ | বুধবার, ১২ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin