| বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
বার্মিংহাম প্রতিনিধি : গত সোমবার ইসলামীক ফোরাম অফ ইরোপের মিডল্যান্ডস রিউজরেন উদ্যোগে এক কর্মী সম্মেলন বার্মিংহামের আস্টন্থ স্থানীয় একটি হলে কর্মী সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত হয়েছে ।
আই এফ ই’য়ের মিলল্যান্ডস এর সভাপতি সাঈদ আনোয়ারে বাবুর সভাপতিত্বে ও সেক্রেটারী ফরিদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই এফ ই’য়ের কেন্দ্রীয় সভাপতি দিলওয়ার হোসেন খান ।
বক্তারা বলেন, আই এফ ই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী কার্যক্রম চালিয়ে যাচ্ছে । নন মুসলিম এবং যুবসমাজের জন্য দাওয়াতী কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।তারা বলেন, কোনআন হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালনার মাধ্যমে মান উন্নয়ন করার জন্য সবাইকে আহবান জানান ।
আলোচনা ফাঁকে ফাঁকে বাংলা, ইংরেজী এবং ভাষায় নাশিদ পরিবেশন করা হয় এবং সম্মেলনের শেষ পর্যায়ে ইসলামীক মনমুগ্ধকর সঙ্গিত পরিবেশন করা হয় ।
এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আতিকুর রহমান জিলু, নেসার আহমদ প্রমুখ ।
Posted ০৯:২৬ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin