| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম : একতরফাভাবে প্রহসনমূলক নির্বাচন করে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাড়ী-ঘরে লুটপাট ও অগ্নি সংযোগ এবং বিরোধী দলের শীর্ষ নেতাদের বিনা কারনে গ্রেফতার করে আটক রেখে রিমান্ডের নামে নির্যাতন করে সরকার বিরোধী আন্দোলনকে কোন অস্থায়ই দমানো যাবেনা । বার্মিংহামে মিডিয়ার উপর সরকারের নগ্ম হস্তক্ষেপ ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা এবং ‘ইসলামে সংখ্যালঘুদের অধিকার শীর্ষক’ সেমিনারে উপরোক্ত কথাগুলো বলেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা ।
গত ২৩ শে জানুয়ারী বুধবার বার্মিংহামের কভিন্ট্রি রোডস্থ “বিএসজিএস কলেজ বার্মিংহামের ট্রেনিং সেন্টার আল আমান একাডেমিক হলে সভায় শুরুতেই খেলাফত মজলিসের বার্মিংহামের বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা সাহেদ আহমদ পবিত্র কোরআন থেকে তেয়াওয়াত করেন । খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবীরে সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আ ফ ম শুয়াইবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি ও দারুসসুন্নাহ মাদ্রসার প্রিন্সিপাল মুফতি মাওলানা তাজুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, বার্মিংহাম খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ ।
বক্তারা সাম্প্রতিককালে সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া গণ মাধ্যম ইনকিলাব, আমারদেশ, দিগন্ত টিভি, ইসলামীক টিভি সহ সকল প্রচার মাধ্যমকে অবিলম্বে খুলে দেওয়ার ও সংখ্যালঘুদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান।
এ সময় ‘ইসলামে সংখ্যালঘুদের অধিকার শীর্ষক’ বিষয়ে মূল আলোচনা করেন কভিন্ট্রি রোড জামি মসজিদের খতিব ও দারুল উলুম মাদ্রাসার শায়খুল হাদীস, মুফতি হাফেজ মাওলানা হাবিবুল গাফ্ফার, মিডল্যান্ডস শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা ফখর উদ্দিন সাদিক ও বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহাম্মদ মনোওয়ার আহমদ, বাংলা কাগজের পরিচালক, কলামিষ্ট ও মিডল্যান্ডস খেলাফত মজলিসের সেক্রেটারী সৈয়দ কবির আহমদ, মিডল্যান্ডস খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারী মাওলানা জাকারিয়া আহমদ সহ আরো অনেকে ।
পরিশেষে দেশ ও জাতির কল্যানে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজান করা হয় ।
[embedplusvideo height=”350″ width=”480″ editlink=”http://bit.ly/1fakcqK” standard=”http://www.youtube.com/v/tKwVKgT97NM?fs=1″ vars=”ytid=tKwVKgT97NM&width=480&height=350&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4780″ /]
Posted ০৮:৫২ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin